ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

লাবু ও সবুজ তাহলে কোথায়!

প্রকাশিত: ০৩:৫১ পিএম, ২১ আগস্ট ২০১৫

কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আখতারুজ্জামান লাবু ও সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজকে গাজীপুর থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব সদস্যরা গ্রেফতার করেছে বলে দাবি করেছে লাবু এবং সবুজের পরিবার।

শুক্রবার সকালে কুষ্টিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজের পরিবারের পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।  পরে বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাবে অপর এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আখতারুজ্জামান লাবুর পরিবারও এমন দাবি করে অবিলম্বে দুজনকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।

সকালে সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজের মা সাহেদা বেগম বলেন, শুক্রবার ভোর রাত পৌনে ৫ টার দিকে গাজীপুর জেলার মাওনা এলাকার ড্রিম স্কয়ার রিসোর্ট থেকে আমার ছেলে (সবুজ) ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আক্তারুজ্জামান লাবুকে র‌্যাব সদস্যরা গ্রেফতার করেন।  একই সঙ্গে র্যাব সদস্যরা ওই রিসোর্টের মালিক মনিরুজ্জামানকেও গ্রেফতার করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে সবুজ এবং লাবুর গ্রেফতারের বিষয়ে র্যাবসহ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদেরকে কোনো তথ্য জানানো হচ্ছে না বলে তারা দাবি করেন।  

সাংবাদিক সম্মেলনে সবুজের স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, আমার স্বামী সবুজ যদি অপরাধ করে থাকে বা অন্যায় করে থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হোক।  

সংবাদ সম্মেলনে সবুজের বাবা শেখ কাইজার হোসেন (ছোট), তার মা সাহিদা বেগম, স্ত্রী জান্নাতুল ফেরদৌস জিনিয়া, ছেলে শাহেদ হোসেন প্রেম, মেয়ে সুমাইয়া ফেরদৌসসহ পরিবারের সদস্যরা উপিস্থিত ছিলেন।

বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাবে অপর এক সংবাদ সম্মেলনে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আখতারুজ্জামান লাবুর পরিবার অবিলম্বে লাবু এবং সবুজকে প্রচলিত আইনের আওতায় সোপর্দ করার দাবি জানানো হয়।  সংবাদ সম্মেলনে আখতারুজ্জামান লাবুর স্ত্রী জেসমিন নাহার, ভাই ওয়াহিদুজ্জামান লাইজু, সুরুজ, আতিকুজ্জামান রাজুসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।  সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় ছাত্র জীবন থেকে লাবু-সবুজ বঙ্গবন্ধুর রাজনীতির সঙ্গে জড়িত।  প্রতিপক্ষের নোংরা রাজনীতির শিকার হচ্ছেন তারা।

 

এদিকে লাবু এবং সবুজের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলার মাওনা এলাকার ড্রিম স্কয়ার রিসোর্টের অপারেশন ম্যানেজার শিমুল সাংবাদিকদের জানান, শুক্রবার ভোরে র্যাব সদস্যরা ওই রিসোর্টের প্রধান ফটকের গ্রিল কেটে সেখানকার নৈশ্য প্রহরীদের বেঁধে রেখে প্রথমে রিসোর্টের মালিক মনিরুজ্জামানকে গ্রেফতার করে পরবর্তীতে ওই রিসোর্ট থেকে কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আখতারুজ্জামান লাবু ও সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজকে গ্রেফতার করে নিয়ে যায়।

শিমুল জানান, এ সময় রিসোর্ট থেকে ৩টি ওয়ারলেস সেট ও ৫টি মোবাইল ফোনও জব্দ করে নিয়ে যায় র‌্যাব সদস্যরা।  স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাউসার মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আখতারুজ্জামান লাবু ও সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজকে র‌্যাব সদস্যরা গাজীপুর থেকে গ্রেফতার করেছে বলে তারা নিশ্চিত হয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ আগষ্ট কুষ্টিয়া শহরে জাতীয় শোক দিবসের কর্মসূচি শেষে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে সবুজ নামে একজন নিহত ও ৫ জন আহত হন।  এ ঘটনার পরদিন নিহত সবুজের ভাই আরিফ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন সবুজকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব কিছুই বলছে না এ ঘটনায় জাগো নিউজের গাজীপুর প্রতিনিধি আমিনুল ইসলাম জানান, লাবু ও সবুজকে গ্রেফতারের ব্যাপারে র‌্যাব কিছু বলছে না।  ঘটনাটি সকাল থেকেই গাজীপুরে শোনা যাচ্ছে।  কিন্তু তাদের গ্রেফতারের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর কেউ নিশ্চিত করছে না।

আল-মামুন সাগর/এমএএস/এমএস