ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিজ গ্রামে গণসংযোগ করতে পারছেন না স্বতন্ত্র প্রার্থী

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ১২:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮

ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বাধার কারণে নিজ গ্রামেই গণসংযোগ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হানিফ।

শনিবার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে।

নিজেকে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী উল্লেখ করে হানিফ বলেন, আওয়ামী লীগের প্রার্থী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী সুস্থধারার রাজনীতি করলেও তার কিছু অতি উৎসাহী কর্মী-সমর্থকদের বাধার কারণে আমার নিজ এলাকায় (চিনাইর) এখনো পর্যন্ত গণসংযোগ করতে পারিনি। বিজয়নগর উপজেলাতেও গণসংযোগ করতে পারিনি।

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের কেন্দ্রীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এফএ/এমকেএইচ

আরও পড়ুন