চা খাচ্ছিলেন প্রধান শিক্ষক, চাপা দিয়ে গেল বাস
ফাইল ছবি
বাগেরহাটের কচুয়া উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মোদাচ্ছের আলী (৫০ ) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সকাল ১০ টার দিকে বাগেরহাট-পিরোজপুর সড়কের উপজেলার ফতেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোদাচ্ছের আলী মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ রানা জানান, সকাল ১০টার দিকে যাত্রীবাহী একটি বাস কচুয়ার ফতেপুর এলাকায় স্ট্রিটের ব্রিজের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক মোদাচ্ছের আলীকে চাপা দেয়। সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে ওই শিক্ষক চা খাচ্ছিলেন। ঘটনার পরপরই তিনি মারা যান। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করেছে।
শওকত বাবু/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান