বাড়ি ফিরতে চায় নোমান
পথ ভুলে জিয়ানগরে আসা যুবক নোমান বাড়ি ফিরতে চায়। রমজানের ১ সপ্তাহ আগে ৩০-৩৫ বছরের নোমান নামের এই ব্যক্তি জিয়ানগর ফেরী ঘাটে আসে। স্থানীয় মাঝি ও দোকানদাররা তাকে খাবার ও আশ্রয় দেয়। সেই থেকে তিনি জিয়ানগর বাজারের ওপার টগড়া ফেরীঘাটে আছেন।
নোমানের স্মৃতি শক্তি নেই। কেউ জিজ্ঞাসা করলে বলেন, তার নাম নোমান, পিতার নাম মনু মোল্লা, ৭ ভাই ও ১ বোন। বোনের নাম হাসি। বোনের বিয়ে হয়েছে এবং ১ ভাইয়ের নাম সোবাহান শুধু এতটুকুই বলতে পারে। বাড়ির ঠিকানা তিনি বলতে পারেন না। এখানে কিভাবে এসেছে জানতে চাইলে হেটে এসেছে বলে জানায়। নেমান এখন বাড়ি যাবার জন্য কান্নাকাটি করে।
ফেরী ঘাটের চায়ের দোকানদার আউয়াল শরীফ জানায়, রোজার আগে থেকেই নোমান এখানে এসেছে। এখন তিনি বাড়ি যাবার জন্য ব্যস্ত। মাঝে মাঝে হাটা দেয় আবার ফিরে আসে। কোন ঠিাকানা বা খোঁজ জানতে পারলে আমরা পৌঁছে দিতাম। নোমানের সন্ধান পেতে এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা গেল। মোবাইল নং : ০১৭১২৯৪৩৭৯১। ই-মেইলে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় : [email protected]
হাসান মামুন/এআরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে