ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ২ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮

ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম সিরাজ ও আবু শামীম মো. আরিফ ওরফে ভিপি শামীম নামে জেলা বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুর ও সন্ধ্যায় জেলা শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সিরাজ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শামীম প্রচার সম্পাদক। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তবে কোন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে সেটি জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আজিজুল সঞ্চয়/এএম/জেআইএম

আরও পড়ুন