ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে ফের দুই স্থানে ককটেল হামলা

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৪ ডিসেম্বর ২০১৮

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আবারও আওয়ামী লীগের নির্বাচনী অফিস ও একটি বাড়িতে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর মোড় ও কাউন্সিল বাজারে দুটি করে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর মোড়ে অবস্থিত আওয়ামী লীগের নির্বাচনী অফিসে দুটি ও কাউন্সিল বাজারে অবস্থিত সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া বিএনপি নেতা আবুল কাশেমের বাড়িতে দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় ওই পথ দিয়ে ভোলাহাট থেকে রহনপুর যাওয়া মোটরসাইকেল আরোহী দুই যুবককে মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা।

আহতরা হলেন, জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর সোবহান কলোনীর মুক্তিযোদ্ধা নাজিরের ছেলে মাসুদ ও মোবারক আলীর ছেলে রিপন। তাদের চিকিৎসার জন্য গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

এদিকে সংবাদ পেয়ে গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ককটেল হামলা প্রসঙ্গে স্থানীয় আওয়ামী লীগ নেতা ওবাইদুল্লাহ দুলাল জানান, নির্বাচন বানচাল করতেই দুর্বৃত্তরা ককটেল হামলা চালিয়ে যাচ্ছে।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে রহনপুর বাজার বেগমকাচারী এলাকায় অবস্থিত আওয়ামী লীগ প্রার্থী সাবেক সাংসদ মুহা. জিয়াউর রহমানের নির্বাচনী প্রধান কার্যালয়ের সামনে ও শহরের কলেজমোড় এলাকায় একই সময়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আব্দুল্লাহ/এফএ/জেআইএম

আরও পড়ুন