আচরণবিধি মানছেন না সংগ্রাম, অভিযোগ একরামুজ্জামানের
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের আওয়ামী লীগের প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম নির্বাচনী আচরণবিধি মানছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী সৈয়দ এ.কে একরামুজ্জামান।
সোমবার দুপুর আড়াইার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরেনিজ বাসভবেন এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে একরামুজ্জামান।
একরামুজ্জামান বলেন, আওয়ামী লীগ প্রার্থী সংগ্রাম নিজে এবং তার সমর্থিত নেতাকর্মী কোনো প্রকার নিয়মনীতি কিংবা নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত আচরণবিধির প্রতি কোনো প্রকার সম্মান প্রদর্শন না করে অব্যাহতভাবে আচরণবিধি লঙ্ঘন করে চলছেন।
তিনি বলেন, নির্বাচনে আচরণবিধির ব্যত্যয় ঘটালেও প্রশাসন তাকে সব ধরনের সহায়তা করছে। পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের সঙ্গে বিমাতাস্বরূপ আচরণ করছে প্রশাসন। আমরা নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে সমান সুযোগের দাবি জানাই।
দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধ করে নির্বাচনী সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি হোমরা খান, যুগ্ম সম্পাদক আজিজুর রহমান চৌধুরী ও সৈয়দ মাহমুদ জামান উপস্থিত ছিলেন।
আজিজুল সঞ্চয়/এএম/এমকেএইচ