ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কেরোসিনের ড্রাম বিস্ফোরণে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০১:৫৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

ফেনীর ফুলগাজীতে কেরোসিনের তেলের ড্রাম বিস্ফোরণে আবু বক্কর রনি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর আবু বক্কর রনি মুন্সিরহাট ইউনিয়নের ভালুয়া গ্রামের মৃত মো. মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মুন্সিরহাট বাজারে রাকিব মেটালে দীর্ঘদিন ধরে কাজ করতো আবু বক্কর রনি। ওই দিন সকালে কেরোসিন তেলের একটি ড্রাম কাটার সময় ওয়েল্ডিং মেশিনের আগুনে বিস্ফোরিত হয়। এতে ওই কিশোরের মুখমন্ডল পুড়ে ঘটনাস্থলে সে মারা যায়।

ফুলগাজী থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো. কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রাশেদুল হাসান/আরএআর/জেআইএম

আরও পড়ুন