শার্শা ইউএনও’র ফোন নম্বর ক্লোন
যশোরের শার্শা উপজেলার নির্বাহী অফিসার ও যশোর-১ সংসদীয় আসনের সহকারী রিটার্নিং অফিসার পুলক কুমার মন্ডলের অফিসিয়াল মোবাইল ফোন নম্বরটি (০১৭৬৮৭৫৭৮৭৮) ক্লোন করা হয়েছে।
মঙ্গলবার বিষয়টি জানতে পেরেছেন বলে নিশ্চিত করেছেন তিনি।
আসন্ন সংসদ নির্বাচনে অসৎ উদ্দেশ্যে ব্যবহারের জন্য কেউ এটা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই যেকোনো প্রয়োজনে বিষয়টি যাচাই করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান বলেন, এ ব্যাপারে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জামাল হোসেন/এফএ/এমকেএইচ