ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০১:৫২ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৮

গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ২৬ ও বিএনপির ১২ নেতাকর্মীসহ বিভিন্ন মামলায় মোট ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গাইবান্ধা জেলা পুলিশ কন্ট্রোল রুমের দেয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত পুলিশের অভিযানে সাঘাটা উপজেলা যুবদলের সভাপতি আহম্মেদ কবির জুয়েলকে সাঘাটার বোনারপাড়া বাজার থেকে এবং গাইবান্ধা সদরের রেনেশা কোচিং সেন্টারে অভিযান চালিয়ে ৮ শিবির কর্মী ও সদরের বিভিন্ন এলাকা থেকে মেহেদী হাসান, আব্দুস ছামাদ, শাহিন আলম ও মুরাদ নামের ৪ বিএনপি কর্মীকে আটক করা হয়।

এছাড়াও জেলার সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও বিভিন্ন মামলার পলাতক আসামিসহ আরও ৩৮ জনকে আটক করা হয়েছে।

জাহিদ খন্দকার/এফএ/এমএস

আরও পড়ুন