ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীর তিন আসনে নিশ্চুপ জামায়াত

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৮

ফেনীর তিনটি আসনে নৌকা-ধানের শীষ আর লাঙ্গল-ধানের শীষের মুখোমুখি অবস্থানে ভোটের মাঠে নিশ্চুপ রয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী। বিগত সময়ে রাজনৈতিক কর্মসূচীতে জেলায় বরাবরের মতো সামনের সারিতে থাকলেও ভোটের মাঠে গুটিয়ে রয়েছে দলটির নেতাকর্মীরা।

এ নিয়ে অবমূল্যায়নে জামায়াত-শিবির নেতাকর্মীরা সংক্ষুদ্ধ হলেও বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, ‘কৌশলের অংশ হিসেবে শুধু জামায়াত নয়, বিএনপি নেতাকর্মীদেরও প্রচারণায় নামানো হচ্ছে না। সময়মতো যে যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করবে।’

দলীয় সূত্র জানায়, এর আগে ১৯৮৬ ও ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের আমীর (তৎকালীন সহকারি সেক্রেটারী জেনারেল) মকবুল আহমদ সদর আসনে নির্বাচন করেছিলেন। প্রতিবারই পেয়েছিলেন ২২ হাজারের বেশি ভোট। আর ১৯৯৬ সালে বর্তমান কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য (তৎকালীন জেলা আমীর) অধ্যাপক লিয়াকত আলী ভূঞা ভোট পেয়েছিলেন ১২ হাজারের মতো। সেই থেকে ভোটের রাজনীতিতেও কদর বাড়ে দলটির।

বিগত ২০১৪ সালের উপজেলা নির্বাচনে জেলার সোনাগাজীতে চেয়ারম্যান ও অপর ৫ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছিল জামায়াত। ভাইস চেয়ারম্যান পর্যায়ে বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরানো হলেও সোনাগাজীতে শেষতক বিদ্রোহী থেকে যায়। জোটগতভাবে নির্বাচন করে একটিতেও জয়ের মুখ দেখেনি তারা।

জামায়াতের শীর্ষ একাধিক নেতা জানান, জামায়াত এখনো ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটের মাঠে নামেনি। শীর্ষ পর্যায়ে ফোনালাপ হলেও এখনো বৈঠকাদি হয়নি। বিএনপি নেতাকর্মীরাও মাঠে না নামায় জামায়াত-শিবির নেতাকর্মীরাও গণসংযোগ করছেন না।

পৌর বিএনপির সভাপতি নেতারা বলছেন, পুলিশের কঠোর অবস্থান কৌশলগত কারণে জোটগত এমনকি দলীয় নেতাদের নিয়েও বৈঠক হচ্ছে না। কেন্দ্রের নির্দেশনার আলোকে ভোটের লড়াইয়ে সবাই সময় মতো মাঠে নামবে। তবে এ প্রসঙ্গে জামায়াত নেতাদের বক্তব্য জানতে চেষ্টা করেও পাওয়া যায়নি।

রাশেদুল হাসান/এমএমআর/এমএস

আরও পড়ুন