ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৩:১৬ এএম, ৩১ ডিসেম্বর ২০১৮

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আবুল হোসেন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার রাত সোয়া ৮টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৯ বছর। স্ত্রী, তিন মেয়ে এবং দুই ছেলেসহ অসংখ্য স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

আবুল হোসেন হোটেল সি-হিল গেস্ট হাউস ও হোটেল এমএস গেস্ট কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও খ্যাতনামা ব্যবসায়ী ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, আবুল হোসেন দীর্ঘদিন ধরে কিডনি, ডায়াবেটিস ও হার্ট রোগে ভুগছিলেন। সোমবার আছরের নামাজের পর তেচ্ছিপুল কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ব্যবসায়িক ও রাজনৈতিক সহকর্মীসহ প্রশাসনিক কর্মকর্তারা শোক জানিয়েছেন। একই সঙ্গে তার আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা।

সায়ীদ আলমগীর/এএম/আরআইপি

আরও পড়ুন