ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাইবান্ধা-৩ আসনে নৌকার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০১ জানুয়ারি ২০১৯

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান এমপি ডা. ইউনুস আলী সরকার বলেন, নির্বাচনের মাঠে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার বিজয় সুনিশ্চিত জেনে একটি মহল এখন ষড়যন্ত্রে লিপ্ত। তারা নৌকা মার্কার বিজয়কে ঠেকাতে তার বিরুদ্ধে নানা ধরণের অপ্রচার চালাচ্ছে।

মঙ্গলবার বিকেলে গাইবান্ধা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. ইউনুস আরও বলেন, তিনি তফসিল ঘোষণার অনেক আগে থেকেই গণসংযোগ শুরু করেন। তিনি পলাশবাড়ি-সাদুল্যাপুরের সাধারণ মানুষদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ওই দুই উপজেলার প্রতিটি এলাকায় তিনি চষে বেড়াচ্ছেন। এই অবস্থায় নৌকার বিরুদ্ধে কোনো ধরনের অপ্রচার সাধারণ মানুষ মেনে নেবে না। এসময় আরও বক্তব্য রাখেন, পলাশবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন।

উল্লেখ্য, নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা গেলে ওই আসনে নির্বাচন স্থগিত রাখা হয়। নতুন তফসিল অনুযায়ী আগামীকাল (বুধবার) ওই আসনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ইতোমধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ রয়েছে। নতুন প্রার্থীর অংশগ্রহণের সুযোগ রয়েছে। আগামী ২৭ জানুয়ারি এ আসনে ভোট অনুষ্ঠিত হবে ।

জাহিদ খন্দকার/এমএএস/এমএস