ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মুনিরীয়ার গাউছুল আজম কনফারেন্সের চূড়ান্ত সভা

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০৫ জানুয়ারি ২০১৯

চট্টগ্রাম লালদিঘী ময়দানে আগামী ১৪ জানুয়ারি (সোমবার) বিশ্বব্যাপী অরাজনৈতিক তরিক্বতভিত্তিক আধ্যাত্মিক সংগঠন মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিতব্য কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মোর্শেদ, আওলাদে রাসূল (দঃ) হযরতুলহাজ আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মহান মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী। সভাপত্বি করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ.জ.ম. নাছির উদ্দীন।

কনফারেন্স উপলক্ষে শুক্রবার (০৪ জানুয়ারি) বাদে জুমা কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার আল-ফজল মুনিরী গাউছুল আজম (রাঃ) সম্মেলন কক্ষে কনফারেন্স বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ সহিদুল করিম চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হযতুরলহাজ্ব আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ সোলায়মান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের মহাসচিব আলহাজ্ব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া, ড. মুহাম্মদ আবুল মনছুর, ড. জালাল আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-সম্পাদক ছিবগাত উল্লাহ মোহাম্মদ আরিফ। বিভিন্ন উপ-পরিষদের পক্ষে বক্তব্য দেন অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, অধ্যাপক মুহাম্মদ অলি আহাদ, আলহাজ্ব মোহাম্মদ শহিদুল্লাহ, মুহাম্মদ আব্দুল মোমেন, মুহাম্মদ জালাল উদ্দীন, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মামুন পারভেজ, মোহাম্মদ আজিম উদ্দীন খান, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ মোশারফ হোসেন, মাস্টার মোহাম্মদ মহসিন, মাস্টার মোহাম্মদ নেজাম উদ্দীন, মুহাম্মদ রশিদ আহমদ, মুহাম্মদ গিয়াস উদ্দীন, মোহাম্মদ আজম প্রমুখ।

সভায় বক্তারা নিজ নিজ উপ-পরিষদের কাজের চূড়ান্ত প্রস্তুতির ওপর আলোকপাত করে বক্তব্য উপস্থাপন করেন। পরিশেষে মহান মোর্শেদে আজমের হায়াতে খিজরী ও রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এমআরএম/এমকেএইচ

আরও পড়ুন