অপহরণের পর শিশু হত্যা, ‘বন্দুকযুদ্ধে’ অপহরণকারী নিহত
প্রতীকী ছবি
যশোরের মনিরামপুরে স্কুলছাত্র অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িত এক যুবক পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বুধবার ভোরে মণিরামপুরের নেহালপুর সড়কের কামালপুর জোড়া ব্রিজের কাছে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে অপহৃত স্কুলছাত্র তারিফের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বন্দুকযুদ্ধে নিহত বিল্লাল হোসেন মণিরামপুরের খেদায়পুর গ্রামের মোস্তফার ছেলে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, নিহত বিল্লাল গত ৬ জানুয়ারি রোববার মনিরামপুরের গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্র তারিফ হোসেনকে অপহরণ করে। এরপর সে তারিফের পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত মুক্তিপণের টাকা মঙ্গলবার দুপুরে কেশবপুরের একটি বিকাশের দোকানে আনতে যায় বিল্লাল। এ সময় তারিফের মামা কেশবপুর থানা পুলিশের সহযোগিতায় বিল্লালকে আটক করে।
এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী রাতে মণিরামপুরের নেহালপুর সড়কের কামালপুর জোড়া ব্রিজের কাছ থেকে তারিফের মরদেহ উদ্ধার করতে যায় পুলিশ। এ সময় বিল্লালের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি বর্ষণ করলে বন্দুকযুদ্ধে বিল্লাল নিহত হয়। পরে ওই ব্রিজের নিচ থেকে তারিফের মরদেহ উদ্ধার করা হয়।
তারিফ ও বিল্লালের মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মিলন রহমান/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের মুখে একটা কাজে আরেকটা: চরমোনাই পীর
- ২ আমি একটু রাগি মানুষ, রাগি না হলে এদেশে কাম করণ যায় না: রুমিন ফারহানা
- ৩ মাদারীপুরে দুপক্ষের সংঘর্ষে ৩০ ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর
- ৪ পিরোজপুরে বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
- ৫ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ