ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ১০:০৭ পিএম, ১৪ জানুয়ারি ২০১৯

বগুড়ায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ১২০ বোতল ফেনসিডিল ও দুই হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার বিকেলে বগুড়া শহরের শিববাটি এলাকা থেকে ফেনসিডিলসহ দুইজনেকে এবং সন্ধ্যায় সদর উপজেলার বাঘোপাড়ার আল আরাফাহ মার্কেট থেকে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

ফেনসিডিলসহ গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুরের হাকিমপুরের উত্তর বাসুদেবপুরের আশরাফ আলীর ছেলে সবুর শেখ (২৫), বগুড়া সদরের বৃন্দাবনপাড়ার মনতেজার রহমানের ছেলে রাসেল ইসলাম (৩৭)।

ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া সদরের বৃন্দাবনপাড়ার আসাদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম রাব্বী (২১), চকসুত্রাপুরের আব্দুল মোতালেব ব্যাপারীর ছেলে রাসেল ব্যাপারী (২৮) ও উত্তর গোদাপাড়ার সেলিমের ছেলে ইমরান হোসেন।

বগুড়া ডিবি পুলিশের ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, সোমবার অভিযান চালিয়ে গ্রেফতারের পর তাদের আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

লিমন বাসার/এএম/এমএস