ট্রলি উল্টে প্রবাসী যুবকের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে ট্রলি উল্টে সজিব মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কষবা হারদা বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজিব মিয়া কষবা গ্রামের আব্দুল মজিদের ছেলে। তিনি সম্প্রতি বাহরাইন থেকে দেশে এসেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হারদা বিলে নিজের ট্রলিতে বালু টানছিলেন সজিব মিয়া। বিলের মধ্য থেকে রাস্তায় ওঠার সময় ট্রলিটি উল্টে যায়। এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আসিফ ইকবাল/এফএ/এমকেএইচ