রূপপুর প্রকল্পে মাথায় পাইপ পড়ে শ্রমিক নিহত
ফাইল ছবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিনসিটিতে মাথায় পাইপ পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল (২৫) ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর পূর্বপাড়া গ্রামের হায়দার বিশ্বাসের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাসেল লক্ষীকুন্ডা থেকে পাওয়ার ট্রলিতে ইট নিয়ে গ্রিনসিটিতে যান। অন্য শ্রমিকরা ইট আনলোড করার সময় রাসেল পাশে দাঁড়িয়ে দেখছিলেন। হঠাৎ নির্মাণাধীন পদ্মা কোম্পানীর ২০তলা একটি বিল্ডিং থেকে বিশালাকৃতির পাইপ রাসেলের মাথায় পড়ে।
এতে রাসেল মারাত্মক আহত হলে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান