মাদক মামলায় মিয়ানমার নাগরিকের ১০ বছরের জেল
প্রতীকী ছবি
কক্সবাজারে মাদকের মামলায় মো. ছদ্দার হোসেন (২৬) নামে এক মিয়ানমার নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন সোমবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. ছদ্দার হোসেন মিয়ানমারের মংডুর প্রাংপ্রু গ্রামের মৃত জামাল হোসেনের ছেলে। রায় ঘোষণাকালে তিনি আদালতে হাজির ছিলেন।
আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবদুর রউফ জানান, ২০১৭ সালের ৮ নভেম্বর টেকনাফ নেটংপাড়াস্থ নাফ নদের কিনারা থেকে মো. ছদ্দার হোসেনের নিয়ন্ত্রণাধীন একটি নৌকা তল্লাশি করে ৮৩ হাজার ৯৩০ পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। এ সময় তাকে আটক করা হয়।
এ ঘটনায় পরের দিন ৯ নভেম্বর হাবিলদার মো. আশরাফুল আলম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে টেকনাফ মডেল থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৮ সালের ১৩ জানুয়ারি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেন টেকনাফ মডেল থানার তৎকালীন ওসি মো. মাইন উদ্দিন খান। এসটি ৯৩১/১৮ নম্বর মামলা হিসেবে শুনানি শেষে তথ্যের সত্যতা পাওয়ায় সোমবার এ রায় দেন আদালত।
আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট একরামুল হুদা।
সায়ীদ আলমগীর/আরএআর/এমএস