স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে এসে লাশ হলেন সাবিনা
প্রতীকী ছবি
গাজীপুরের কাপাসিয়া থেকে সাবিনা ইয়াসমিন (৪২) নামে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া উপজেলার তিলশুনিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাবিনা ইয়াসমিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী এলাকার মো. ইউসুফ আলীর স্ত্রী এবং তিলশুনিয়া এলাকার মমতাজ উদ্দিন খরাজীর মেয়ে।
কাপাসিয়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মনিরুজ্জামান খান জানান, সাবিনা গত রোববার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসেন। বুধবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে বাবার বাড়ি থেকে কিছু দূরে সাবিনার পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, পূর্ব শক্রতার জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর