ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি | জয়পুরহাট | প্রকাশিত: ০৪:০৩ এএম, ২৫ জানুয়ারি ২০১৯

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় সাইফুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে পৌর শহরের তেঘর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও শহরের তাঁতীপাড়া এলাকার মৃত পরেশ মন্ডলের ছেলে।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ মুমিনুল হক (তদন্ত) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে তেঘর রেলগেট এলাকায় রাস্তা পারাপারের সময় চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই সাইফুল ইসলাম মারা যান।

রাশেদুজ্জামান/বিএ

আরও পড়ুন