যশোরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
দুর্বৃত্তদের গুলিতে জখম হয়েছেন যশোর সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহবুব রহমান ম্যানসেল। তার বাম পায়ে গুলি করা হয়েছে। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
যশোর কোতয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানান, রোববার দিবাগত রাত ৩টার দিকে শহরের ষষ্ঠীতলা পাড়ায় দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সেখান থেকে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ম্যানসেলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ম্যানসেলের বিরুদ্ধে কোতয়ালি থানায় একাধিক হত্যাসহ ১৩টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
হাবিবুর রহমান মিলন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শাপলা কলির কর্মী-সমর্থকদের ওপর হামলা, থানা ঘেরাও করলেন হান্নান মাসউদ
- ২ শয়তান দেখলে আউযুবিল্লাহ, জামায়াত-শিবির দেখলে নাউজুবিল্লাহ বলতে হবে
- ৩ পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির
- ৪ বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করতে: তারেক রহমান
- ৫ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান