ফরিদপুরে আ.লীগ নেতার ফ্যাক্টরিতে আগুন
ফরিদপুরের মধুখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোহাম্মদ আলী মিয়ার বিস্কুট ফ্যাক্টরিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুখালী উপজেলা চেয়ারম্যান আজিজুর রহমান মোল্যা, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু প্রমুখ।
মধুখালী পৌর আওয়ামী লীগের সভাপতি ও রাসেল ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির মালিক আলহাজ মোহাম্মদ আলী মিয়া বলেন, পৌর এলাকার পশ্চিম গোন্দারদিয়ায় অবস্থিত আমার বিস্কুট ফ্যাক্টরিতে বুধবার ভোররাতে দুর্বৃত্তরা আগুন দেয়। ফ্যাক্টরির পাশে থাকা একটি গাছে উঠে দুর্বৃত্তরা টিনের চালের ওপর আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে ওই সময়ই ফ্যাক্টরিতে থাকা শ্রমিকরা ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ও স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির একাংশসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হবে।
মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
বি কে সিকদার সজল/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চালের দাম ২০ টাকা বেড়ে গেছে পদ্মা সেতুর দায় পরিশোধ করতে গিয়ে
- ২ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো সাড়ে চার শতাধিক ঘর
- ৩ অনিয়মে বাধা, এলজিইডির দুই প্রকৌশলীকে হুমকি ঠিকাদারি প্রতিষ্ঠানের
- ৪ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, পেছনে ইয়াছিন বাহিনী
- ৫ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক