ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাজারে আগুন লেগে চার দোকান ভস্মীভূত

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ১০:৪৫ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে আগুনে পুড়ে গেছে চারটি দোকান। শুক্রবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

fire2

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৬টার দিকে ভোজেশ্বর বাজারের মসজিদ পট্টি এলাকায় বোরহান শেখের দোকানে ধোয়া দেখে এক রিকশাচালক চিৎকার করলে লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে আগুন লাগার কারণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ছগির হোসেন/এফএ/এমএস

আরও পড়ুন