ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পরীক্ষা শেষ করেই সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি | মাদারীপুর | প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৯

মাদারীপুরের কালকিনিতে ২০১৮ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পরীক্ষা শেষ করেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে সড়কে অবরোধ প্রত্যাহার করে তারা।

Madaripur-kalkini

কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ওই পরীক্ষা কেন্দ্রে মোট ৬০৮ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ২০১৮ সালের পুরনো প্রশ্নপত্র ও নৈর্ব্যক্তিক প্রশ্ন দেয়া হয়। পরীক্ষা চলাকালীন সময়ে এই সমস্যার প্রতিবাদ করলেও পরীক্ষা কেন্দ্র থেকে কোনো প্রকার সমাধান করা হয়নি।

এ ঘটনায় পরীক্ষা শেষে শিক্ষার্থীরা এক হয়ে কালকিনি-খাসেরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম

আরও পড়ুন