ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জনগণ চাওয়ার আগেই সরকার কাজ করে : রেলমন্ত্রী

জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৯

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, সরকার জনগণের চাওয়ার অপেক্ষায় থাকে না, জনগণ চাওয়ার আগেই সরকার কাজ করে। রেলওয়ে মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই রেলওয়েকে উন্নত করা হচ্ছে। উন্নত দেশের চেয়ে আমাদের রেলওয়ে এখনও পিছিয়ে আছে। আমরা সেই রেলওয়ে আধুনিকায়নে কাজ করে যাচ্ছি। রেলকে সাশ্রয়ী এবং স্বল্প খরচের বাহন হিসেবে সাধারণ জনগণের দৌড়গড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে এই সরকার ইতিমধ্যে বহুমুখী প্রকল্প গ্রহণ করেছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও রেল স্টেশন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী আরও বলেন, একনেকে অনুমোদন পাওয়া ১০টি প্রকল্পের মধ্যে ২টি প্রকল্প হলো রেল মন্ত্রাণালয়ের। এর মধ্যে একটি হলো চট্টগ্রাম হয়ে কক্সবাজার রেল সংযোগ। আরেকটি হলো পদ্মা সেতুর ওপরে রেল যোগাযোগ স্থাপন। এর মাধ্যমে যশোরসহ সমস্ত দক্ষিণাঞ্চলকে রেলের আয়ত্তে আনা হবে।

রেলমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ঠাকুরগাঁওয়ে অনলাইনে রেলের টিকিট পাওয়ার ব্যবস্থা করা হবে। রেলের কার্যক্রমকে ডিজিটালাইজড করা হবে।

এ সময় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম খন্দকার শহীদুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরাসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রবিউল এহসান রিপন/আরএআর/এমএস

আরও পড়ুন