বিক্ষোভ করে ফেরার পথে ছাত্রদল নেত্রী গ্রেফতার
বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুর ১২টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয়ের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জানান, শনিবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টার দিকে বিক্ষোভ সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।
কোতয়ালি থানার পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, নাশকতার একটি মামলায় আফরোজা খানম নাসরিনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সাইফ আমীন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান