ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামাইয়ের বাড়ি থেকে আলু নিয়ে ফেরা হল না শাশুড়ির

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

নীলফামারীর ডিমলায় জামাইয়ের বাড়ি থেক আলু নিয়ে বাড়ি ফেরার পথে ভ্যান উল্টে বানু বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নে খগাখড়িবাড়ীর চুকানিটারী নামক স্থানে এ দুর্ঘনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বানু বেগম গয়াবাড়ী ইউনিয়নের মকবুল হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার তিনি খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ীতে জামাই আমিনুর রহমানের বাড়িতে যান। বিকেলে সেখান থেকে ৪ বস্তা (১০ মণ) আলু জনৈক রফিকুল ইসলামের ভ্যানে করে নিয়ে বাড়ি উদ্দেশ্যে রওনা দেন। এ সময় একই এলাকার চুকানিটারীর মোজাফ্ফরের বাড়ি সংলগ্ন কাচা রাস্তা থেকে উচু ব্রিজে উঠতে গিয়ে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বস্তার নিচে চাপা পড়ে বানু বেগম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ভ্যানচালক রফিকুল ইসলামকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের জামাই বাদী হয়ে অপমৃতু্ মামলা দায়ের করেছেন। পরিবারের লোকজনের আপত্তি না থাকায় বৃহস্পতিবার রাতে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জাহেদুল ইসলাম/আরএআর/এমকেএইচ

আরও পড়ুন