ইজতেমা ময়দানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ আতঙ্কে আহত ২০
টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের গুজবে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে গিয়ে ২০ জন মুসল্লি আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ইজতেমার বয়ান মঞ্চের দক্ষিণে এ ঘটনা ঘটে।
র্যাব-১এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় আহত কয়েকজন মুসল্লি র্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে রাজশাহীর হাসান মাহমুদ, খুলনার খালিদ হাসান, টাঙ্গাইলের জাবেদ শিকদার, রাজশাহীর জোবায়ের, জামালপুরের নজরুল ইসলাম, ঢাকার সভারের মনিরুজ্জামান, রাজশাহীর হারুন অর রশিদ, লক্ষীপুরের জাহিদ, সিরাগঞ্জের জাহিদুল ইসলাম, মাহদুল হাসান, ঢাকার যাত্রাবাড়ির মুজাহিদুল ইসলাম, ওমায়ের, বরিশালের আরিফুল ইসলাম, ময়মনসিংহের আজাহারুল ইসলাম র্যাবের ফ্রি-মেডিকেল ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া জানান, বিশ্ব ইজতেমা ময়দানে রান্না করার সময় গ্যাস সিলিন্ডারের চুলা থেকে শব্দ হয়। এ সময় আশপাশে থাকা মুসল্লিরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। এতে পড়ে গিয়ে ১৫-২০জন মুসল্লিদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। আহতদের ফ্রি মেডিকেল ক্যাম্পে এবং স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
আমিনুল ইসলাম/এফএ/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান