হেলিকপ্টারে চড়ে ইজতেমায় আল্লামা শফী
হেলিকপ্টারে চড়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে এসেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হেফাজত আমিরকে বহনকারী হেলিকপ্টারটি টঙ্গীর বাটা সু কারখানার অভ্যন্তরে এসে অবতরণ করে।
এ সময় হেফাজত আমিরের সঙ্গে ছিলেন তাঁর ছেলে হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী। হেলিকপ্টার থেকে নেমে আল্লামা শফী গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমের গাড়িতে করে ইজতেমা মাঠে যান।
টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে আল্লামা শাহ আহমদ শফী ইজতেমা মাঠে উপস্থিত হন। সেখানে তিনি জুমার নামাজ আদায় করেন। শনিবার আখেরি মোনাজাত পর্যন্ত তিনি ইজতেমা ময়দানে থাকবেন।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান