টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
টাঙ্গাইলের ঘাটাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফুলমালিরচালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো আব্দুল হালিমের ছেলে সাফি (৪) ও হাবিবুর রহমানের ছেলে রাফি (৪)। নিহত শিশুরা সম্পর্কে চাচাতো ভাই।
পুলিশ ও নিহত দুই শিশুর চাচা আরিফ হোসেন জানান, সাফি ও রাফি দুজনই ফুলমালির চালা ফজর আলী আলিম মাদরাসার নুরানি বিভাগের ছাত্র। পড়া শেষে সকালে তারা দুজনেই একসঙ্গে মাদরাসা থেকে বাড়ি ফিরে আসে। পরে দুপুরে দুজনেই পাশেই বড় চাচা হারুনের বাড়িতে বেড়াতে যায়। বেড়াতে যাওয়ার পথে নতুন খননকৃত পুকুরে তারা কখন যে পড়ে যায় তা কারও নজরে পড়েনি। অনেক খোঁজাখুঁজির পর তাদের বাবা-মা দুপুর একটার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।
ঘাটাইল সাগরদিঘী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরিফ উর রহমান টগর/এসআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ