ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপি থেকে বহিষ্কার

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৮:২৯ এএম, ০১ মার্চ ২০১৯

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করায় মানিকছড়ি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিউলি বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

তিনি পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার বিকেলের দিকে খাগড়াছড়ি জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলী দেওয়ান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয়ভাবে উপজেলা নির্বাচন বর্জন করা সত্ত্বেও শিউলি বেগম দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছেন। যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই তাকে মহিলা দলের গঠনতন্ত্র মোতাবেক দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস

আরও পড়ুন