ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ নেতার ভিডিও ভাইরাল, বললেন গুজব

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৭:২৬ পিএম, ০৬ মার্চ ২০১৯

আগামী ১০ মার্চ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নৌকা বাদ দিয়ে আনারস মার্কায় ভোট চাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস।

এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র-প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নৌকার পরিবর্তে আনারস মার্কায় ভোট চাওয়ায় তার ওপর ক্ষুব্ধ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসব অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজল হক ঘোষণ ও যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ দলের একাধিক নেতা।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে লতিফ বিশ্বাসের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি উপজেলার সর্বত্র ছড়িয়ে পড়লে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ। দলের বিদ্রোহী প্রার্থী মীর সেরাজুল ইসলাম (আনারস) ও সাজেদুল ইসলাম (দোয়াত কলম) প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। এ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী নৌকার বিপরীতে অবস্থান নিয়েছেন। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস নিজেও আনারস প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন ভোটারদের।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি নৌকায় ভোট না চেয়ে প্রকাশ্যে অনারস মার্কায় ভোট চান। তবুও নৌকার বিজয় হবে।

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুল হক ঘোষণ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে জেলা আওয়ামী লীগের সভাপতি লতিফ বিশ্বাস প্রকাশ্যে আনারস প্রতীকে ভোট চেয়েছেন। সেই সঙ্গে দলীয় নেতাকর্মীদের দিয়ে আনারসের পক্ষে গণসংযোগ চালাচ্ছেন। যা অত্যন্ত দুঃখজনক।

উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা বলেন, তিনি জেলা আওয়ামী লীগের নীতিনির্ধারক হয়েও নৌকার বিপরীতে ভোট প্রার্থনা করছেন। এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য প্রধানমন্ত্রীসহ দলের নীতিনির্ধারকদের হস্তক্ষেপ কামনা করছি।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আব্দুল লতিফ বিশ্বাস বলেন, আমি সরাসরি কারও জন্য ভোট প্রার্থনা করিনি। আমার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমএস

আরও পড়ুন