ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রজপাণ্ডার বয়স্ক সেবা কার্যক্রম শুরু

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৫:২২ পিএম, ১৫ মার্চ ২০১৯

‘নিজ বাড়িতেই সামাজিক নিরাপত্তা’ এই স্লোগান নিয়ে জামালপুরের ইসলামপুরে বয়স্ক সেবা কার্যক্রম শুরু করেছে ব্রজপাণ্ডা। শুক্রবার সকালে ইসলামপুরের গুঠাইলে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রাথমিকভাবে ২৫ জন বয়স্ক ব্যক্তিকে এ কার্যক্রমের আওতায় নিয়েছে ব্রজপাণ্ডা। তাদের স্বাস্থ্য, খাদ্য এবং সঙ্গসেবা দেয়া হবে। পর্যায়ক্রমে সেবার পরিধি বাড়ানোর কথা জানান সংগঠনের উদ্যোক্তা শাহিদুর রহমান শাহিদ।

সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিঝুয়ারা বেগম, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার কামরুল ইসলাম, সাংবাদিক মুরাদুজ্জামান, ইসলামী ব্যাংকের কর্মকর্তা আহসান উল্লাহ, গ্যাকো ফার্মাসিটিক্যাল লিমিটেডের কমার্শিয়াল অফিসার গোলাম মোর্শেদ, গণপূর্তের উপসহকারী প্রকৌশলী শফিউল আলম লাবন, ক্রিসেন্ট গ্রুপের পারচেজ অফিসার সোহেল মিয়া, এ বি এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবুল কালাম আজাদ। অনুষ্ঠান শেষে সবাইকে জগ, মগ ও প্লেট প্রদান করা হয়।

আরএআর/এমকেএইচ

আরও পড়ুন