‘বঙ্গবন্ধু দুই দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন’
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ চিরন্তন সত্য। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হত না। বঙ্গবন্ধু হচ্ছে পৃথিবীর ইতিহাসে সেই নেতা যিনি দুইটি দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। ভারতবর্ষ যখন ভাগ হয় তখন তিনি পাকিস্তান সৃষ্টির আন্দোলনে জড়িত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসক্লাব আয়োজিত ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কোনো বিপ্লবী বা উগ্রবাদী নেতা ছিলেন না। তিনি ছিলেন গণতান্ত্রিক নেতা। তিনি গণতন্ত্রকে লালন করতেন এবং গণতন্ত্রকে দিয়েই আন্দোলন সংগ্রাম এগিয়ে নিয়ে গেছেন। স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা এবং ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করেন। তখন তাকে গ্রেফতার করা হল। পাকিস্তানিরা অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা চালালো। বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি গণতান্ত্রিক আন্দোলনকে স্বাধীনতার আন্দোলনে পরিণত করেছেন। আগামীতে আমরা মুজিব বর্ষ পালন করতে যাচ্ছি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সেই বঙ্গবন্ধুকে স্বপরিবারে ৭৫’র ১৫ আগস্ট হত্যা করা হল। বঙ্গবন্ধুকে হত্যা করার একটাই কারণ ছিল বাংলাদেশ যেন সোনার বাংলা হতে না পারে। বাংলাদেশে যেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন না হয়। ৩০ লাখ শহীদ ও মুত্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর ওপর বিশ্বাস রেখেছিলেন, সে সময় মুক্তিযোদ্ধাদের বলা হয়েছিল মুজিবকে চাও না বাংলাদেশকে চাও ? মুক্তিযোদ্ধারা এতটাই দৃঢ়চেতা ছিলেন যে, তারা বলেছিলেন আমরা বাংলাদেশকেও চাই, মুজিবকেও চাই। যার কারণে তারা বঙ্গবন্ধুকে হত্যা করতে পারে নাই। তিনি আমাদের মাঝে বেঁচে আছেন। এ জন্যই ফিদেল কাস্ত্রো বলেছিলেন- ‘আমি হিমালয় দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি।’ এটাই হচ্ছে বঙ্গবন্ধু।
দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চুর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক হুইপ মিজানুর রহমান মানু, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল লতিফ, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুজ্জামান জাহানী, বিএমএর সাধারণ সম্পাদক ডা. বিকে বস, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, জাসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, স্বাচিবের সাধারণ সম্পাদক ডা. আহাদ আলী, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল প্রমুখ।
এমদাদুল হক মিলন/আরএআর/পিআর