ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় নির্বাচনী কর্মকর্তাসহ আহত ১৫

জেলা প্রতিনিধি | বান্দরবান | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৭ মার্চ ২০১৯

বান্দরবানের লামা থেকে নির্বাচনী সামগ্রী নিয়ে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নির্বাচনী কর্মকর্তাসহ ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে কক্সবাজারের চকরিয়ার উপজেলার হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- প্রিজাইডিং অফিসার রুহুল আমিন, কনস্টেবল মহিউদ্দিন, এস আই জসিম উদ্দিন, শাখাওয়াত ও মৃণাল কান্তি বড়ুয়াসহ ১৫ জন

স্থানীয়রা জানান, বান্দরবানের লামাসহ সাত উপজেলায় দ্বিতীয় ধাপে আগামীকাল সোমবার পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে হতে যাচ্ছে। লামা উপজেলা থেকে একটি পিকআপ ভ্যানে নির্বাচনী সামগ্রী নিয়ে উপজেলার ফাইতং ইউনিয়নের পোলাউপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিলেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। কক্সবাজারের হারবাং এলাকায় পোঁছালে বিপরীত দিক থেকে আসা বালু ভর্তি একটি ট্রাকের সঙ্গে তাদের পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ওই পিকআপ ভ্যানে ২০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরে জান্নাত রুমি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

সৈকত দাশ/আরএআর/জেআইএম

আরও পড়ুন