বাস থেকে নামার সময় বিশ্ববিদ্যালয় ছাত্রের করুণ মৃত্যু
মৌলভীবাজারের শেরপুরে বাসচাপায় ওয়াসিম হাসনান (২১) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্র। শনিবার বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ময়মনসিংহ থেকে সিলেটগামী উদার পরিবহনের একটি বাসে নবীগঞ্জের গোপলার বাজার এলাকা থেকে ওয়াসিমসহ ৩/৪ জন বাসে উঠেন। কিন্তু সিট না পেয়ে ওয়াসিম মৌলভীবাজারের শেরপুরে নামতে চান। নামার মুহূর্তে বাসটি গতি বৃদ্ধি করলে ওয়াসিম পেছনের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে সিলেট হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে গেলে রাস্তায় তার মৃত্যু হয়। ওয়াসিম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুদ্রগ্রাম এলাকার বাসিন্দা।
শেরপুর হাইওয়ে পুলিশের ফাঁড়ি ইনচার্জ কামরুল জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি সিলেটের বেগমপুরে আটক করা হয়েছে।
রিপন দে/এমএএস/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান