ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাননি জেলা আ.লীগের সভাপতি-সম্পাদক

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০১:০২ পিএম, ২৬ মার্চ ২০১৯

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাননি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গ সঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবিরকে ছাড়াই মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, সাংগঠনিক সম্পাদক শঙ্কর চন্দ্র দাস আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল করিম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট পীর মতিউর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, সাবেক সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বজলুর রহমান বজলু, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে প্রমুখ।

এদিকে মহান স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ দিনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট বলেন, আজকের এই গুরুত্বপূর্ণ দিনে সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুপস্থিতি লজ্জাজনক ও দুঃখজনক। আজকের এই ঘটনার মাধ্যমে আমরা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বার্তা দিতে চাই, যাতে ভবিষ্যতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে সঙ্গে নিয়ে সুন্দর নেতৃত্বে দেয়ার মতো মানুষ দেয়া হয়।

তিনি আরও বলেন, বিগত দুইটি নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নৌকার মনোনীত প্রার্থীর বিরোধিতা করেছেন। ওইসব নেতৃত্বকে বয়কট করে আমরা সুন্দরভাবে নতুন আওয়ামী লীগ গঠন করব এবং এই আওয়ামী লীগের নেতৃত্বে আগামীর সকল আয়োজন পরিচালনা করব।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার মধ্যরাতে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন সুনামগঞ্জেই অবস্থান করছেন।

এ বিষয়ে কথা বলতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

মোসাইদ রাহাত/আরএআর/পিআর

আরও পড়ুন