স্বাধীনতা দিবসে মুক্তি পেল ১১ বন্যপ্রাণি
দীর্ঘদিন খাঁচাবন্দি থাকার পর ১১টি বন্যপ্রাণি অবশেষে ফিরে গেল নিজ আবাসস্থলে। প্রাণিগুলো পেল মুক্তির আনন্দ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এসব প্রাণিকে অবমুক্ত করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাউয়াছড়া বনে।
মঙ্গলবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বনের আমতলী এলাকায় মোট ১১টি বন্যপ্রাণিকে অবমুক্ত করা হয়। এর মধ্যে রয়েছে তিনটি অজগর সাপ, একটি মেছোবাঘ, একটি বন বিড়াল, একটি গন্ধ গোকুল, একটি তক্ষক, দুটি সরালি হাঁস ও দুটি বেগুনি কালিম পাখি।
প্রাণিগুলো অবমুক্তকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. জোবায়ের হাসনাৎ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ৪৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল হক, মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণি) মো. আনিসুর রহমান, সহকারী বন সংরক্ষক জিএম আবু বকর সিদ্দিক, লাউয়াছড়া বিট অফিসার আনোয়ার হোসেন, বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব ও পরিচালক সজল দেব প্রমুখ।
বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জাগো নিউজকে বলেন, অবমুক্ত করা ১১টি বন্যপ্রাণি কখনো আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছিল, কিছু বন্যপ্রাণি আবার খাবারের সন্ধানে লোকালয়ে এসে আটকা পড়েছিল। এসব বন্যপ্রাণিকে সেবা ফাউন্ডেশনে রেখে সুস্থ করে বনে অবমুক্ত করা হয়েছে। এ অঞ্চলে বন্যপ্রাণিদের আহত অবস্থায় উদ্ধারের পর সুস্থ করে তোলা হয়। পরে বন্যপ্রাণিদের আবাসস্থলে অবমুক্ত করা হয়।
রিপন দে/এএম/এমকেএইচ