ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে এসিড নিক্ষেপের অভিযোগ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০৮:২৪ এএম, ২৭ মার্চ ২০১৯

সিরাজগঞ্জের কামারখন্দে মুরশিদা খাতুন (২২) নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গৃহবধূ মুরশিদা খাতুন কামারখন্দ উপজেলার কাচারিপাড়া ভদ্রঘাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে ও একই উপজেলার মেগাই ভদ্রঘাট গ্রামের আবু হানিফের স্ত্রী।

গৃহবধূর বাবা গোলাম হোসেন অভিযোগ করে বলেন, প্রায় ৩ বছর আগে আবু হানিফের সঙ্গে মুরশিদা খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় এক ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা যৌতুক দেয়া হয়। বিয়ের পর থেকে আরও যৌতুকের দাবি নিয়ে কলহ চলে আসছিল। এরইমধ্যে তাদের সংসারে একটি ছেলে সন্তানের জন্ম হয়।

আবু হানিফ মাঝে মধ্যে বিভিন্ন অজুহাতে টাকা নিত। মেয়ের সংসারের কথা চিন্তা করে সাধ্য মতো তা দিতেনও তিনি। গত ১৫ দিন আগেও ৫০ হাজার টাকা দিয়ে একটি নতুন টিনের ঘর তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে আবু হাফিন মুরশিদাকে ব্যাপক মারপিট করে। এর একপর্যায়ে এসিড দিয়ে তার শরীরের নিচের অংশ ঝলসে দেয়।

খবর পেয়ে স্ত্রী ও দুই ভাই নিয়ে আবু হানিফের বাড়ি গেলে তাদের ওপর হামলা চালায় হানিফের পরিবার। পরে মুরশিদাকে এনে হাসপাতালে ভর্তি করে দেয়া হয়। মেয়ে একটু সুস্থ হলে মামলা দায়ের করবেন বলে জানান গোলাম হোসেন।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম বলেন, এসিড নিক্ষেপে মুরশিদা খাতুনের শরীরের নিচের অংশ ঝলসে গেছে। এটি এসিডের কারণে হয়েছে না অন্য কিছুর দ্বারা হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

কামারখন্দ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম

আরও পড়ুন