ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:৫২ এএম, ৩১ আগস্ট ২০১৫

বাবা আজগর আলীকে (৫৫) হত্যার দায়ে ছেলে গোলাম মোস্তফাকে (২৭) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহবুবুল আলম এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামে ২০১২ সালের ২৪ জানুয়ারি রাতে পারিবারিক কলহের জের ধরে বাবা আজগর আলীকে তার ছেলে গোলাম মোস্তফা শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় হত্যার শিকার আজগর আলীর বড়ভাই আফছার আলী বাদি হয়ে জলঢাকা থানায় একটি মামলা দায়ের করে।

মামলা দায়েরের পর পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেফতার করে। পরে আসামি জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে আদালত আসামির বিরুদ্ধে উক্ত রায় প্রদান করেন বলে জানান ওই আদালতের সরকারী কৌশলী (এপিপি) জামিল আহমেদ।

জাহেদুল ইসলাম/এসএস/এমএস