ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বজ্রপাতে প্রাণ গেল দুই বোনের

জেলা প্রতিনিধি | মৌলভীবাজার | প্রকাশিত: ১২:২৩ পিএম, ৩১ মার্চ ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে সাদিয়া বেগম (১০) ও মুন্নী বেগম (৪) নামে আপন দুই বোন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু আহত হয়েছেন। বোরবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পতনঊষার মহিলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ও মুন্নী পতনঊষার ইউনিয়নের উত্তর পতনঊষার গ্রামের জুনেদ মিয়ার মেয়ে। নিহত সাদিয়া বেগম মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

এ ঘটনায় একই এলাকার আখলুছ মিয়ার দুই মেয়ে নাহিদা বেগম (৬) ও তানিয়া বেগম (৪) গুরুতর আহত হয়েছেন। তারা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পতনঊষার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ মল্লিক সাগর জানান, সকালে বাড়ির পাশে পতনঊষার মহিলা মাদরাসার সামনে জুনেদ মিয়ার দুই মেয়ে সাদিয়া ও মুন্নী এবং আখলুছ মিয়ার দুই মেয়ে নাহিদা ও তানিয়া একটি গাছের নিচে এক সঙ্গে খেলছিল। এ সময় প্রচণ্ড ঝড়ের সঙ্গে ওই গাছের ওপর বজ্রপাত হয়। এতে তারা সবাই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সাদিয়া ও মুন্নীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত নাহিদা ও তানিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের দাফনের জন্য ২০ হাজার টাকা অনুদান দেয়া হয়ছে।

রিপন দে/আরএআর/এমএস

আরও পড়ুন