ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অগ্নিকাণ্ড প্রতিরোধে নতুন বিল্ডিং কোড করা হবে : সমবায়মন্ত্রী

জেলা প্রতিনিধি | শেরপুর | প্রকাশিত: ০৭:১৮ পিএম, ০৩ এপ্রিল ২০১৯

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বহুতল ভবনে আগুন এবং দুর্ঘটনা প্রতিরোধে যথেষ্ট আন্তরিক সরকার। অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা প্রতিরোধে ভবন নির্মাণে পুরাতন বিল্ডিং কোড পরিবর্তন করে নতুন বিল্ডিং কোড করা হবে। যাতে বহুতল ভবনসহ ইমারতগুলো আগুনের ঝুঁকিমুক্ত থাকে।

তিনি বলেন, যেসব বহুতল ভবন ও ইমারত রয়েছে সেগুলোকে আগুন এবং দুর্ঘটনার ঝুঁকিমুক্ত করার জন্য ভবন মালিকদের বাধ্য করা হবে। যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে।

বুধবার দুপুরে শেরপুর শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে শেরপুর পৌরসভার ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সমবায়মন্ত্রী বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে কাজ করছে সরকার। তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজেদের আয় বাড়াতে হবে। তা না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো স্বাবলম্বী হতে পারবে না। এজন্য কিভাবে নিজেদের আয় বাড়ানো যায়, নতুন নতুন আয়ের উৎস তৈরি করা যায়, সে বিষয়ে নজর দিতে হবে। শুধু সরকারের অনুদানের ওপর নির্ভর করে কোনো প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না।

Sherpur1

তিনি আরও বলেন, ১৯৭৫ সালে স্বাধীনতার পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছিল। পরবর্তীতে বঙ্গবন্ধুর কন্যা ক্ষমতায় এসে দেশকে আজ মধ্যমআয়ের দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা এখন আত্মপ্রত্যয়ী জাতি। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ আজ একটি মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক বলেন, শেরপুর জেলাকে একটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে রূপান্তরিত করতে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, শেরপুর-ময়মনসিংহ সড়কটি ফোরলেনে উন্নতিকরণ ও শেরপুর পৌরসভায় একটি আইটি সেন্টার নির্মাণ অত্যন্ত জরুরি। এ ব্যাপারে সমবায়মন্ত্রীর সহযোগিতা চাই আমরা।

শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটিএম জিয়াউল হক ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম প্রমুখ।

হাকিম বাবুল/এএম/এমএস

আরও পড়ুন