ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভারত থেকে গরুর মাংস এনে বিক্রির অপরাধে ব্যবসায়ীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ০৩:২০ পিএম, ০৫ এপ্রিল ২০১৯

 

অবৈধ পথে ভারত থেকে গরুর মাংস এনে লালমনিরহাটের হাতীবান্ধা দিঘীরহাট বাজারে বিক্রি করার অপরাধে নজরুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্ত মাংস ব্যবসায়ী নজরুল ইসলাম লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম আঙ্গোরপোতা গ্রামের আব্দুল রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, ভারতীয় ব্যবসায়ীরা জীবিত গরু পাচার করে বাংলাদেশে এনে বিক্রি করতে না পেরে শুধু ভারতীয় গরুর মাংস এনে বিক্রি করা শুরু করেছেন। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন পুলিশ নিয়ে উপজেলার দিঘীরহাট এলাকায় মাংসের দোকানে অভিযান চালান। এ সময় হাতেনাতে মাংস চোরাচালানের এক চক্রকে আটক করে পুলিশ।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, নজরুল ইসলামকে আটক করে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিউল হাসান/আরএআর/এমএস

আরও পড়ুন