ধানক্ষেতে গৃহবধূর লাশ
যশোরে ধানক্ষেত থেকে রিপা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিপা খাতুন ওই গ্রামের ট্রাকচালক ইমরান হোসেনের স্ত্রী। রোববার রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন।
স্থানীয়রা জানান, সম্প্রতি রিপা খাতুনের স্বামী ট্রাকচালক ইমরান হোসেন দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে ঝগড়া করে রোববার রাতে রিপা খাতুন বাড়ি থেকে বের হয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সরদার বাগডাঙ্গা গ্রামের ধানক্ষেতের পানির মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। খবর পেয়ে সাজিয়ালি পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
সাজিয়ালি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুকুমার কুণ্ডু জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। কীভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর তা জানা যাবে।
মিলন রহমান/আরএআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মসজিদে মাইকে ঘোষণা দিয়ে র্যাবের ওপর হামলা, নেপথ্যে ইয়াছিন বাহিনী
- ২ কুমিল্লায় যাত্রীবাহী বাসে তল্লাশি, বিদেশি পিস্তলসহ দুই যুবক আটক
- ৩ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ৪ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৫ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ