কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ
ফাইল ছবি
ঝড়ো বাতাসের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঝড়ো বাতাস শুরু হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট সূত্র জানিয়েছে, আকাশে মেঘ করে বাতাস শুরু হলে বেলা ১১টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের টার্মিনাল ইনচার্জ আক্তার হোসেন বলেন, ঝড়ো বাতাসের কারণে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। পরিবেশ স্বাভাবিক হবে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হবে।
এদিকে ফেরি ঘাট সূত্র জানায়, ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও বাতাসের বেগ বাড়লে যে কোনো সময় ফেরি চলাচল বন্ধ রাখা হতে পারে।
একে এম নাসিরুল হক/আরএআর/এমকেএইচ