লেকে ভাসছে বুনোহাতির মরদেহ
বান্দরবানের সুয়ালক ইউনিয়নের প্রান্তিক লেকে একটি বন্যহাতির মরদেহ ভেসে উঠেছে। মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানায় ঘুড়তে আসা পর্যটকরা।
বুধবার সকালে বান্দরবান সদরের পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে কিছু পর্যটক ভ্রমণ করতে গিয়ে হাতির মরদেহটি দেখতে পান।
স্থানীয়রা জানান, মৃত হাতিটি ছোট। হাতির মরদেহ লেকের পানিতে ভাসছে। হাতিটির শরীর বিভিন্ন জায়গায় পচন ধরে বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়রা বিষয়টি জানিয়েছে বন বিভাগকে।
বান্দরবানের পাল্পউড বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বিপুলকৃষ্ণ সাহা বলেন, লেকের পানিতে মৃত বন্যহাতির দেহ পচে দুর্গন্ধ ছড়াচ্ছে এমন খবর পেয়েছি। হাতির মরদেহটি লেক থেকে উদ্ধারের জন্য ওই এলাকায় বন বিভাগের একটি টিম পাঠানো হয়েছে। তবে হাতিটি কীভাবে মারা গেছে তা জানার চেষ্টা চলছে।
সৈকত দাশ/এমএএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে