বেপরোয়া পুলিশ ভ্যানে গেল নৈশ প্রহরীর প্রাণ
প্রতীকী ছবি
রাঙামাটি শহরের পুরাতন পুলিশ লাইন এলাকায় টেনিস কোর্ডের সামনে পুলিশ ভ্যানের ধাক্কাই উত্তর বন বিভাগের এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক ভোর সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, উত্তর বন বিভাগের কর্মকর্তার বাসভবন থেকে ডিউটি শেষ করে নৈশ প্রহরী বুদ্ধনজয় (৩৮) নিজ বাসায় ফিরছিলেন। এমন সময় তবলছড়ি থেকে একটি বেপোরয়া পুলিশ ভ্যান পুরাতন পুলিশ লাইনের দিকে আসছিল। টেনিস কোর্ডের সামনে মোড়ে এসে ভ্যানটি ওই নৈশ প্রহরীকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় নেয়া হয়েছিল বুদ্ধনজয়কে। তিনি হাসপাতালে নেয়ার আগেই মারা গেছেন।
রাঙামাটি কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি জানান, পুলিশ ভ্যানের ধাক্কায় এক নৈশ প্রহরী মারা গেছে বলে শুনেছি। আমি ঘটনাস্থলে এসেছি। মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারব।
সাইফুল উদ্দিন/এফএ/জেআইএম