কুয়াকাটায় বেড়াতে গিয়ে মারধরের শিকার দুই বোন
কুয়াকাটায় বেড়াতে গিয়ে মারধরে শিকার হয়েছেন দুই বোন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মারধরের শিকার নাসরিন (১৯) ও তাছলিমা (১৫) কলাপাড়ার লতাচাপলী ইউনিয়নের আছালতপাড়া গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে তাছলিমা দশম শ্রেণির শিক্ষার্থী আর নাসরিন বিবাহিতা।
শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা জানান, বিকেলে কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন তারা। সন্ধ্যায় কুয়াকাটা সৈকতের গঙ্গামতি লেকের পশ্চিম পাশের ঝাউবাগান এলাকায় একদল সন্ত্রাসী তাদের মারধর করে। এতে তারা চিৎকার শুরু করলে পর্যটকসহ আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সংবাদ পাবার পর মহিপুর থানার ওসি ঘটনাস্থলে একজন পুলিশ অফিসার পাঠান।
নাসরিন ও তাছলিমা কুয়াকাটা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাজী সাঈদ/এসআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান