ভারত থেকে পাচারকৃত গরু ও মহিষ আটক
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা থেকে বুধবার রাতে ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা গরু ও মহিষ আটক করেছে টাস্কফোর্স।
চাঁপাইনবাবগঞ্জ-৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুল আলম এর নেতৃত্বে অপারেশনস অফিসার মেজর মো. মিন্নাত আলী এবং ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এর সমন্বয়ে গঠিত টাস্কফোর্স বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমনুরা এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা মালিকবিহীন ৯টি গরু ও ৪টি মহিষ আটক করা হয়। আটককৃত গরু ও মহিষ চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেয়া হয়েছে।
এসএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি